সতীনের হাতে সতীন খুন

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৬:২৭ পূর্বাহ্ণ

স্বামীকে আপন করে পেতে শাহনাজ আক্তার (২৪) নামে একজনকে গলা কেটে হত্যা করেছে তার ছোট সতীন। গতকাল শুক্রবার দুপুরে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের কালুশাহ মাজার সংলগ্ন বক্ষব্যাধি হাসপাতালের পরিত্যক্ত কলোনীর দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয়রা অভিযুক্ত সতীন সুলতানা আক্তারকে (২০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। খুন হওয়া শাহনাজ ফৌজদারহাটস্থ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালক নুরুল আজিমের প্রথম স্ত্রী। তার দুটি ছেলে সন্তান রয়েছে। তার স্বামীর গ্রামের বাড়ি আনোয়ারা থানার সৈয়দ কুচিয়া এলাকায়। তবে চাকরির সুবাদে তারা বক্ষব্যাধি হাসপাতালের কলোনিতে বসবাস করতেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, শুক্রবার সকালে বড় ছেলেকে নিয়ে স্বামী আজিম একটি অনুষ্ঠানে যোগ দিতে আনোয়ারায় চলে যান। এই সময় শাহনাজ তার ছোট ছেলেকে নিয়ে ঘরে ছিলেন। কিন্তু দুপুর পৌনে ২টার সময় চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকার ভাড়া বাসা থেকে ২ বছরের শিশু সন্তানকে নিয়ে কলোনির বাসায় আসেন তার ছোট সতীন সুলতানা। পূর্ব পরিকল্পনা মোতাবেক সুলতানা তার ব্যাগে থাকা ধারালো কাটার বের করে শাহনাজের গলা কেটে দেন। ঘটনার পর কলোনির ভাড়াটিয়ারা শাহনাজকে রক্তাক্ত অবস্থায় সিড়ি বেয়ে দৌড়ে উপরে উঠতে দেখে চিৎকার শুরু করলে সুলতানা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আশেপাশের লোকজন জড়ো হয়ে তাকে আটক করে। সুমন বণিক জানান, কলোনির ছাদ থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ঘটনায় জড়িত সতীনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কন্টেনার হ্যান্ডলিং
পরবর্তী নিবন্ধবছরের শুরুতেই সঙ্গী হচ্ছে শৈত্যপ্রবাহ