জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যুবাদের অনন্য মানবিক অবদানের স্বীকৃতি দিতে ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০’ এর অধীনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। সেই অ্যাওয়ার্ড পেলেন দেশের প্রথম ফিল্ড হাসপাতাল ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া। পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন তাঁর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। খবর বাংলানিউজের।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অনুষ্ঠানের শুভ কামনা জানিয়ে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক তাঁদের একক ও দলীয়ভাবে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া ২০২০ সালে করোনা ক্রান্তিকালে মাত্র ১৪ দিনে নাভানা গ্রুপের জায়গায় সাধারণ জনগণের সহায়তায় করোনা রোগীদের সেবা প্রদানের জন্য স্বাধীন বাংলাদেশে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ গড়ে তুলেছিলেন। যা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অনন্য খ্যাতি অর্জন করেছে। আন্তরিকতা, সেবা ও ভালোবাসাকে মূলমন্ত্র ধরে রোগীদের চিকিৎসা, ওষুধ, খাবার ও ল্যাবটেস্টসহ সবকিছু বিনামূল্যে ব্যবস্থা করেছিল। চিকিৎসক নার্স ভলান্টিয়ারসহ সবাইকে নিয়ে ডা. বিদ্যুৎ বড়ুয়া রোগীদের সঙ্গে একই ছাদের নিচে থেকে সেবা দিয়ে অনন্য নজির স্থাপন করে। পরবর্তীতে ডা. বিদ্যুৎ বড়ুয়ার নেতৃত্বাধীন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালকে দেখে দেশব্যাপী বিভিন্ন কোভিড আইসোলেশন সেন্টার, অঙিজেন ব্যাংক গড়ে উঠেছিল।












