বান্দরবানে ৩ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৪ পূর্বাহ্ণ

বান্দরবানে ৩ দিনব্যাপী স্বাধীনতা বই মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার জেরিন আখতার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, সিভিল সার্জন অং সুই প্রু চৌধুরীসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাতির মনন ও মেধা বিকাশে আলোকিত মানুষ গঠনের লক্ষ্যে এই বই মেলার আয়োজন। বই মেলা শুধু মেলা নয়; জ্ঞান পিপাসুদের জ্ঞান অর্জনের সম্ভার। আক্ষরিক জ্ঞান না থাকলে আমাদের মাতৃভাষা বিশ্বে স্বীকৃতি পেত না। জ্ঞান অর্জনে বইয়ের বিকল্প নেই।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড সভা
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্‌্িরজ এসোসিয়েশন চ্যাম্পিয়ন