লুসাই হিলস ইনার হুইল ক্লাবের আলোচনা সভা, কবিতা পাঠ

| শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

ইনার হুইল ক্লাব অব লুসাই হিলস ডিস্ট্রিক্ট ৩৪৫-এর উদ্যোগে গত ২৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট জেসমিন আরা। বক্তব্য রাখেন সেক্রেটারি মুনিরা হুসনা, চার্টার প্রেসিডেন্ট বোরহানা কবির, পাস্ট প্রেসিডেন্ট মানসী দাশ তালুকদার, শান্তা সালাউদ্দিন, মমতাজুন্নেসা প্রমুখ। বক্তারা বলেন, স্বাধীনতার অর্জন সমুন্নত রাখতে এবং বিশ্ব দরবারে দেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সর্বাত্মক প্রয়াস চালাতে হবে। ইনার হুইল সদস্যারা দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠানে ক্লাব সদস্যরা ৭১-এর স্মৃতিচারণ, কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বহদ্দারহাটে র‌্যালি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি ওমানের প্রবাসী উৎসব আয়োজন