টানেলের শেষে আলোর ছটা এতটা ধোঁয়াশা,
যোজন যোজন পেরুনো থেঁতলানো মৃত আশা।
গতিরোধক উড়ে আসা মিথ্যে সংকটের বাধা
পায়ে বেড়ি পরালো, অযাচিত সাধন সাধা।
কুলুপ আটা মুখে প্রকাশ্য সত্যটা পরে চাপা
পরিচয় হয় অপরিচিত বিস্ফোরণে স্ফীত ব্যাঙ্গ ফাঁকা।
অন্যের পরিচয়ে স্বপরিচয় বাড়ালো ব্যাপ্তি আর বিপত্তি
মুখ ঘুরিয়ে থাকা আত্ম পরিচয়ের স্বজনের আপত্তি।
এমন অমানিশা ভর করলো কাঁধে জগদ্দল পাথর
ভেংচি, টিটকারি, ইভটিজিং এর মত কথার জাবর।
প্রিয়জনের ভর্ৎসনা, উপরওয়ালা চায়না ভালোবেসে,
কয়না কথা হেসে,
পথিক চলছেই টানেল ধরে যদি পায় আলো শেষে।