৯ বোর্ডে অষ্টম অবস্থানে চট্টগ্রাম

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

৭ বছরে সেরা ফলাফল করার পরও এবার দেশের অধিকাংশ শিক্ষাবোর্ডের তুলনায় পিছিয়ে রয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। পাসের হারে এবার সবচেয়ে এগিয়ে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। আর সবচেয়ে পিছিয়ে বরিশাল শিক্ষাবোর্ড। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অবস্থান ৮ম। অর্থাৎ পাসের হারে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তুলনায় পিছিয়ে রয়েছে কেবল বরিশাল শিক্ষাবোর্ড।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২ জন শিক্ষার্থী। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন শিক্ষার্থী। ঢাকা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ১৫ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৫৩০ জন শিক্ষার্থী। যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ০৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন শিক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। অন্যদিকে সর্বশেষ অবস্থানে থাকা বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ জন শিক্ষার্থী।
প্রসঙ্গত, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এ বছর সারাদেশে পাসের হার ৯৩.৫৮ শতাংশ। পরীক্ষায় অংশ নেয় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধজিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে যেসব প্রতিষ্ঠান
পরবর্তী নিবন্ধসাত বছরে সর্বোচ্চ ফল