পটিয়া উপজেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়, বিভিন্ন ক্লাব কর্মকর্তা এবং পটিয়া উপজেলার ক্রীড়া সংস্থার সদস্যদের উপস্থিতি এক বৈঠকে পটিয়া ক্রিকেট একাডেমি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সকালে পটিয়া সরকারী কলেজ গেইটস্থ একাডেমি কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবুল কাসেমকে উপদেষ্ঠা, এস আলম গ্রুপের পিএস টু ভাইস চেয়ারম্যান জি কে এম পেয়ারুকে প্রধান পৃষ্ঠপোষক মনোনীত করা হয়। অপরদিকে ক্রীড়া সংগঠক ডা. সৈয়দ সাইফুল ইসলামকে চেয়ারম্যান ও ব্যাংকার গাজী আসিফ ইকবালকে কোঃ চেয়ারম্যান করে ১৮ সদস্য বিশিষ্ঠ পটিয়া ক্রিকেট একাডেমির একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির উপদেষ্টারা হলেন, আলমগীর আলম, পৌর কাউন্সিলর গোফরান রানা, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, পুলক চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর এম এ খোরশেদ গণি, উপজেলা যুবলীগের আহবায়ক হাসানুল্লাহ্ চৌধুরী, ডা. দেলোয়ার হোসেন, ক্রীড়া সংগঠক ঝুলন দত্ত, কলিম উদ্দিন, মিজানুর রহমান। নতুন এ কমিটির পরিচালকরা হলেন, পরিচালক মহিউদ্দিন নেজামী, নির্বাহী পরিচালক শাহরিয়ার শাহজাহান, মুহাম্মাদ পিয়ারু, শফিউল আলম, ব্যাংকার মোরশেদুল আলম।