সাতকানিয়া ও চন্দনাইশের মধ্যদিয়ে প্রবাহিত শংখনদ তীরবর্তী সাতকানিয়ার কাটগড় গ্রামে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত শংখতট খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের সভাপতি প্রণব বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অধ্যাপক ড. আ. ই. ম. মঈনুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আবছারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অধ্যাপক জিং কুই ওয়াং, অধ্যাপক বিপ্লব বসু, ডা. অজিত দেব, ছিদ্দিক আহমদ মাস্টার, ঝুন্টু চক্রবর্ত্তী, নাসির উদ্দিন, আবদুল মান্নান, ওসমান আলী, সজীব নাথ প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনায় খেলাঘর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে খেলাঘরের ভূমিকা স্মারণীয়। সম্মেলনে মাস্টার নুরুল আবছারকে সভাপতি ও ডা. সুব্রত দেব সজীবকে সাধারণ সম্পাদক করে ২০২২-২০২৪ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।