চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি অষ্টম পুনর্মিলনী আগামীকাল শুক্রবার দিনব্যাপী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। উদ্বোধন করবেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি থাকবেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম ইমাম আলি, চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, চবি সমাজতত্ত্ব বিভাগের সভাপতি পারভীন সুলতানা, চবি এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম। সংবর্ধিত অতিথি থাকবেন প্রফেসর ড. ওবায়দুল করিম, প্রফেসর মো. লিয়াকত আলী। সভাপতিত্ব করবেন, চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন।