ই-টেন্ডারে ভুয়া বিলের মাধ্যমে ৪৪ লক্ষ ৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রেলের প্রকৌশলী ও ঠিকাদারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনামুল হক।
মামলায় চট্টগ্রাম রেলের সাবেক প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পূর্ব) মো. আনোয়ার হোসেনকে ১নং আসামি করা হয়। তিনি বর্তমানে হালিশহর রেলওয়ে ট্রেনিং একাডেমির রেক্টর হিসেবে পদায়িত রয়েছেন। মামলায় বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী (সদর-পূর্ব) তাকি আল যাওয়াদ, রেলওয়ে পূর্বাঞ্চলের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা কামরুন নাহার, এসএসএই শাহ আলম, এসএসএই আবুল কালাম আজাদ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অর্নব এসোসিয়েটসের স্বত্বাধিকারী চৌধুরী শরাফত করিমকে আসামি করা হয়। মামলায় দন্ডবিধির ৪০৯, ১০৯ সহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো. এনামুল হক।
দুদক সূত্রে জানা যায়, ট্রেনের এসি কোচের জন্য চায়না থেকে কনডেনসেটর মোটর কেনার নামে ভুয়া বিলের মাধ্যমে পরিশোধ দেখিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ৪৪ লক্ষ ৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর দীর্ঘ অনুসন্ধান শেষে দুদক কমিশনের অনুমোদন নিয়ে বুধবার মামলাটি দায়ের করা হয়।