ইএফডিতে ভ্যাট দিয়ে চট্টগ্রামে পুরস্কার পেলেন ছয়জন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো এক সাথে ছয় জন ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) লটারিতে পুরস্কার জিতেছেন। গতকাল দুপুরে চট্টগ্রাম কাস্টমস এঙাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ১০ হাজার চেক তুলে দেন ভ্যাট কমিশনার মো. আকবর হোসেন। পুরস্কার বিজয়ীরা হলেন- সাতকানিয়ার এনামুল হক মানিক, হাটহাজারীর ইয়াছিন আরাফাত, মীরসরাইয়ের মুহাম্মদ নাজমুল হাসান, আগ্রাবাদের মো. আলমগীর, হালিশহরের মো. নিজাম ও নঁওগার মো. সুমন আলী। অনুষ্ঠানে ভ্যাট কমিশনার মো. আকবর হোসেন বলেন, ভোক্তা বা ক্রেতার প্রদত্ত ভ্যাট যাতে সরকারি কোষাগারে জমা নিশ্চিত হয়, সে লক্ষ্যে বিভিন্ন দোকানে ইএফডি মেশিন স্থাপন করা হয়েছে। প্রতিটি কেনা-কাটার পর ইএফডি মেশিন থেকে চালান নিলে ক্রেতা কর্তৃক পরিশোধিত ভ্যাট সরকারি কোষাগারে জমা নিশ্চিত হবে। চট্টগ্রামে ইতোপূর্বে স্থাপিত ৫২০টি মেশিনের পাশাপাশি আরও মেশিন স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। অনুষ্ঠানে কাস্টমস এঙাইজ ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার অনুরূপা দেবের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম কমিশনার মুশফিকুর রহমান ও সেলিম শেখ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ১শ মুক্তিযোদ্ধা পেলেন হেলথ কার্ড
পরবর্তী নিবন্ধপ্রান্তিক জনপদে মানসম্মত শিক্ষা নিশ্চিতে স্বপ্নচাষী মাইলফলক হয়ে থাকবে