ইউসেপে প্রশিক্ষণ প্রাপ্তদের সনদপত্র বিতরণ

| বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

ইউসেপ – এসআইবিএল স্কীল ট্রেইনিং প্রকল্পের আওতায় ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রদের মাঝে সনদপত্র বিতরণ গতকাল মঙ্গলবার স্কুলের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার সৈয়দ মো. সোহেল। বিশেষ অতিথি ছিলেন বিএসএইচআরএম চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান মো. গোলাম নেওয়াজ বাবুল। বক্তব্য রাখেন মো. নুর উন নবী পাটওয়ারী, জয় প্রকাশ বড়ুয়া। মো. আকরাম হোসেন সবুজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নাজমুল হোসেন মুকুল, ছাত্রদের পক্ষে মো. আসিকুর রহমান, মাহমুদুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটিেডের আর্থিক সহায়তায় ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলের সুইং মেশিন মেকানিক্স ট্রেড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দ্বিতীয় ব্যাচের ২৫ জন ছাত্রের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিডার্স স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধসরকার মুক্তিযোদ্ধাদের অধিক সম্মানিত করেছেন