চারদিন পর দগ্ধ নারীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন নগরের সদরঘাট এলাকায় ঘরের চুলার আগুনে পুড়ে দগ্ধ শিবলা দাস (২৩)। গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি। তিনি মাদারবাড়ি সিটি কর্পোরেশন সেবক কলোনির গুলশান দাসের স্ত্রী।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে বলেন, দগ্ধ হওয়া এক গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার চারদিন পর আজ (গতকাল) সকালে মৃত্যুবরণ করেন।
জানা গেছে, গত ২৪ ডিসেম্বর রাত ৯টার দিকে চুলার ওপর কাপড় শুকাতে দিলে দুর্ঘটনাবশত আগুন লেগে শিবলা দাসের গায়ে। পরে স্বজনরা উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করায়।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় সড়ক ডিভাইডার ভেঙে মাইক্রোর উপর এনার বাস
পরবর্তী নিবন্ধফিরিঙ্গিবাজার ওয়ার্ডে স্ট্রিট হাইড্রেড রেনুভেশন স্থাপন