মুজিববর্ষ সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে লোহাগাড়া ও বোয়ালখালী উপজেলা। গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত দুটি সেমিফাইনাল খেলায় লোহাগাড়া সন্দ্বীপকে হারিয়ে এবং বোয়ালখালী মিরসরাইকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। আগামী ৩০ ডিসেম্বর বিকাল ৪:৩০ টায় এই দুই দল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অবতীর্ণ হবে। এম.এ. আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় লোহাগাড়া উপজেলা ২-০ গোলে সন্দ্বীপ উপজেলাকে পরাজিত করে। দু’দলই প্রতিদ্বন্দ্বিতা করে খেলার চেষ্টা করে। তবে তুলনামুলকভাবে এগিয়ে ছিল লোহাগাড়া উপজেলা। সুযোগ পেয়ে তা কাজে লাগিয়ে খেলায় এগিয়ে যায় তারা। খেলার ২০ মিনিটে লোহাগাড়া প্রথম গোল করে। দলের আবু হানিফা মো. নোমান গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। এরপর আক্রমন প্রতি আক্রমন করে খেললেও আর কেউ এ অর্ধে গোল দিতে পারেনি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫ মিনিটের মাথায় একটা সুযোগ পায় লোহাগাড়া। তবে তা থেকে গোল পাওয়া হয়নি। দলের আশিফউদ্দিন আকিব দূর থেকে শট করেন। বল চলে যায় বারের উপর দিয়ে। তবে এ অর্ধে সন্দ্বীপ বেশ চাপ সৃষ্টি করে প্রতিপক্ষ লোহাগাড়ার উপর। যদিও তা থেকে কোন ফল পায়নি তারা। উপরন্তু ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করে ফেলে লোহাগাড়া। একটি সংঘবদ্ধ আক্রমন থেকে লোহাগাড়ার মাসুদ হাসান মিস করলেও তা থেকে বল পেয়ে যান পেছনে থাকা আশিফউদ্দিন আকিব। সুযোগসন্ধানী আকিব গোল করতে ভুল করেননি। লোহাগাড়া ২-০ গোলে এগিয়ে যায়। বাকি সময় সন্দ্বীপ চেষ্টা করলেও সুবিধা করে উঠতে পারেনি। লোহাগাড়া ভালোভাবেই সামাল দেয় তাদের। এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন লোহাগাড়া উপজেলার খেলোয়াড় মো. আশিক উদ্দীন আকিব। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম। একই ভেন্যুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ে বোয়ালখালী উপজেলা এবং মিরসরাই উপজেলার খেলা ১-১ গোলে ড্র থাকে। পরবর্তীতে টাইব্রেকারে খেলার নিস্পত্তি হয়। এতে বোয়ালখালী উপজেলা ৪-৩ গোলে মিরসরাই উপজেলাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। নির্ধারিত সময়ের খেলার প্রথমার্ধে বোয়ালখালী এগিয়ে থাকে। প্রতিদ্বন্দ্বিতাময় খেলার ৩৩ মিনিটে বোয়ালখালী আক্রমনে উঠে। এ সময় মিরসরাইয়ের গোলমুখে জটলার সৃষ্টি হয়। জটলার মধ্যে থেকে শিহাবুর রহমান গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। এক গোলে লিড পাওয়া বোয়ালখালী দ্বিতীয়ার্ধে খেলতে নেমে মিরসরাইয়ের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে। মিরসরাই উজ্জীবিত হয়ে খেলতে থাকে। তা থেকে এ অর্ধের ২৩ মিনিটে গোল শোধ করে দিতে সমর্থ হয় তারা। বঙের বাইরে করা একটি ফাউল থেকে পাওয়া ফ্রি কিকে শট নেন দলের আবদুল্লাহ আল নোমান। বঙের খানিকটা বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এ শটটি কিপারের মাথার উপর দিয়ে জালে ঢুকে যায় (১-১)। শেষ পর্যন্ত এ স্কোর লাইনই বজায় থাকলে টাইব্রেকারে জয় পরাজয় নির্ধারন করতে হয়। টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দু’দলের ফলাফল হয় ৩-৩। ৬ষ্ঠ শটে বোয়ালখালী গোল করতে পারলেও মিরসরাই বাইরে মেরে দেয়। বোয়ালখালীর ইয়াসিন আরাফাত,শাহাদাত হোসেন,নূর আরমান এবং মো. হাছান গোল করেন। অন্যদিকে মিরসরাইয়ের পক্ষে মেহেদী হাসান,মেহেদী হাসান ছাইফ এবং মো. আরমান হোসেন গোল করেন।
গতকালের এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বোয়ালখালী উপজেলার গোলকিপার জয় দে। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান।