বরকলে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন, ধোপাছড়িতে ভাঙচুর

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চন্দনাইশের বরকল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফেরদাউছ ইসলাম খানের ১টি নির্বাচনী অফিস আগুনে পুড়ে গেছে। একই রাতে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে নৌকার প্রার্থী মো. আবদুল আলীমের ১টি নির্বাচনী অফিসে ভাঙচুর ও পোস্টার ছিড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে এ দুটি ঘটনা ঘটে। চেয়ারম্যান প্রার্থী ফেরদাউছ ইসলাম খান জানান, সোমবার গভীর রাত পর্যন্ত অফিস সংলগ্ন এক চেয়ারম্যান প্রার্থীর ঘরে মিটিং হয়। তার ধারণা, মিটিং শেষে যাওয়ার সময় তাদের কেউ তার কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এতে তার নির্বাচনী কার্যালয়সহ পার্শ্ববর্তী আরো ২টি দোকান পুড়ে যায়। বিষয়টি তিনি চন্দনাইশ থানায় অবহিত করেছেন এবং অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
এদিকে চন্দনাইশ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. শাহ আলম খান জানান, রাত ১টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। পার্শ্ববর্তী চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন।
এদিকে একই রাতে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল আলীমের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও পোস্টার ছিড়ে তছনছ করেছে দুর্বৃত্তরা। এব্যাপারে তিনি চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান।
এ ব্যাপারে ধোপাছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপ-পুলিশ পরিদর্শক) আতাউল হক চৌধুরী জানান, নৌকার প্রার্থী আবদুল আলীমের নির্বাচনী অফিসের পোস্টার ছিড়ে দেয়ার বিষয়টি তিনি স্থানীয়ভাবে জানতে পেরেছেন। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ৩ মেম্বার প্রার্থীকে ৬ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধচুনতিতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা