চান্দগাঁও যুবলীগ
আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেলের আহবানে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও ওয়ার্ড যুবলীগের সভাপতি শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগ আহবায়ক কমিটির সদস্য আবু বক্কর চৌধুরী, ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সাবেক সদস্য মো. ওয়াহিদুল আলম ওয়াহিদ। উপস্থিত ছিলেন মো.আলমগীর, মোরশেদ, নওসাদ, রিপন, আরিফ হাসান, তৌহিদ, নজরুল ইসলাম, এহসান, সাজ্জাদ ইসলাম, রিয়াদ, আবিদ, হাসনাত, সাদ্দাম, জুনায়েদ, আরিফ, মেহেদী হেসাইন, নায়িম, আকিব, রিজভী, আশিক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা শীতার্তদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
পূর্ব ষোলশহর ওয়ার্ড ঃ ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর ও সিডিএ বোর্ড মেম্বার আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলমের ব্যক্তিগত উদ্যোগে গতকাল সোমবার গরীব, দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল ছৈয়দ,অ্যাডভোকেট ধৃতিমান আইচ, অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, মুহিতুল ইসলাম সিদ্দিকী আদিল, লিটন দাশ, মোহাম্মদ আলী নুর প্রমুখ। কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।











