অক্সফোর্ড মডার্ন স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ স্কুল ক্যাস্পাসের পাশে একটি কনভেনশন হলে গত শনিবার অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের প্রফেসর এম. রুহুল আমিন। উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম। ছোটদের সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মতিউর রহমান সৌরভ। অনুষ্ঠানে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বিভিন্ন শ্রেণীতের কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান, প্রাক্তণ শিক্ষার্থী সমাবেশ, অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধার প্রতিযোগিতায় লিপ্ত না করে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলুন। তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে তারা জীবনে সর্বক্ষেত্রে অবদান রাখতে পারবে। তরুণ প্রজন্মকে এই শিক্ষায় গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।











