এবং নারীদের তাদের ‘মহর’ সন্তুষ্ট চিত্তে প্রদান করো। অত:পর যদি তারা সন্তুষ্ট মনে ‘মহর’ থেকে তোমাদেরকে কিছু দিয়ে দেয়, তবে তা খাও স্বচ্ছন্দে।
— আলকোরানের বঙ্গানুবাদ (৪:০৪ সূরা নিসা)।
নিশ্চয় তোমাদের মধ্যে প্রধানতম সৎচরিত্র ব্যক্তিই আমার নিকট সর্বাপেক্ষা অধিক প্রিয় পাত্র হইবে।
— আল হাদীস (বোখারী)।
নিজের হাত ও পায়ের উপর যে ভরসা করে, সে ঠকেনা।
— জন গে।