চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৭ জন

আজাদী অনলাইন | সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৬০ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সোমবার (২৭ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ১ জন মহানগর এলাকার ও ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৭৩ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ২১৮ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৫৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা ব্যাংকের গুলশান শাখায় অটোমেটেড চালান সিস্টেম সেবা উদ্বোধন
পরবর্তী নিবন্ধচন্দনাইশের ধোপাছড়িতে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল আলীমের ইশতেহার ঘোষণা