জন্মদিনের একদিন আগেই দুর্ঘটনা শিকার হলেন সালমান খান। নিজের খামারবাড়িতে সাপে কামড়ালো এই অভিনেতাকে। পানভেলের খামারবাড়িতে সময় কাটাচ্ছিলেন ভাইজান, সেখানেই এ ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।
জানা গেছে, তড়িঘড়ি করে সালমানকে মুম্বাইয়ের এক হাসপাতালে নেওয়া হয়। সাপটি বিষহীন থাকায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ভাইজানকে। বর্তমানে নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন এই অভিনেতা। আজ সোমবার সালমানের ৫৬ তম জন্মদিন। তার আগেই এমন ঘটনা ঘটে। বরাবরই পরিবার এবং অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিন পালন করেন তিনি।