অতঃপর যদি তোমরা আশঙ্কা করো যে, দু’জন স্ত্রীকে সমানভাবে রাখতে পারবে না, তবে একজনকেই করো অথবা দাসীদেরকে, যাদের তোমরা অধিকারী হও। এটা এরই অধিক নিকটে যে, তোমাদের দ্বারা অত্যাচার হবে না।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:০৩) সূরা নিসা।
প্রত্যেক ব্যাধির প্রতিকার আছে। পাপের প্রতিকার ক্ষমা প্রার্থনা।
– আল-হাদিস (ছগির)।
শত্রুর সঙ্গে সব সময় ভালো ব্যবহার করলে সে একদিন বন্ধুত্বে পরিণত হবে।
– এডমন্ড বার্ক।