এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ রেডক্রিসেন্টের ট্র্রেজারার শিল্পপতি মোহাম্মদ আবদুস সালামের মা আনোয়ারা বেগম আর নেই। (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
গতকাল রোববার রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ জোহর নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদের মাঠে মরহুমার নামাজে জানাজা আনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে আনোয়ারা বেগম বার্ধক্যজনিতসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।