আনন্দমুখর ভোট হয়েছে : ইসি সচিব

| সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

আগের মতো সংঘর্ষে রক্তক্ষয় হয়নি, তবে অনিয়মের অভিযোগ ছিল আগের মতোই। তার মধ্যেই চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ‘আনন্দমুখর’ বলেছে নির্বাচন কমিশন। গতকাল রোববার ৮৩৬ ইউনিয়নে দিনভর ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার প্রেস ব্রিফিংয়ে এসে বলেন, সব মিলিয়ে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে, আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে। খবর বিডিনিউজের।
গত জুন মাসে ইউপি নির্বাচন শুরু হলেও করোনাভাইরাস মহামারীর কারণে পরের ধাপের ভোটগুলো পিছিয়ে যায়। সেপ্টেম্বর ও নভেম্বরে দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোটে ছায়া ফেলেছিল সংঘাত-সহিংসতা। গতকাল চতুর্থ ধাপেও গোলযোগের কারণে ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ১৫টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। কয়েকটি এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২৯ জন আহত হয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৬৩ জন আটক করেছে; নির্বাহী হাকিম জরিমানা করেছে ৫ জনকে।

পূর্ববর্তী নিবন্ধছাদ থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু
পরবর্তী নিবন্ধলঞ্চ মালিকসহ ৮ জনকে গ্রেপ্তারে পরোয়ানা