কক্সবাজারের প্রবালদ্বীপ সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মুজিবুর রহমান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী ১,২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম।
তিনি জানান, আজ রবিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
এখানে ৯টি কেন্দ্রে মোট ৩,৩৬৫ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩,১৬৮। এর মধ্যে ৪৭টি ভোট বাতিল হয়ে যায়। মোট বৈধ ৩,১২১ ভোটের মধ্যে আওয়ামী লীগের মুজিবুর রহমান ১,২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী ও বিদায়ী চেয়ারম্যান নূর আহমদ (মোটর সাইকেল) ৮২২ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদ হাসান (আনারস) ৬৮০ ভোট, মৌ. আব্দুর রহমান (চশমা) ৩৮৫ ভোট ও মৌ. ফিরোজ আহমেদ (টেলিফোন) ২৪ ভোট পেয়েছেন।
এছাড়া ১নং ওয়ার্ডে আকতার কামাল, ২নং ওয়ার্ডে মোহাম্মদ জোবায়ের, ৩নং ওয়ার্ডে খোরশেদ আলম, ৪নং ওয়ার্ডে মোহাম্মদ আল নোমান, ৫নং ওয়ার্ডে শামসুল ইসলাম, ৬নং ওয়ার্ডে মো. ছৈয়দ আলম, ৭নং ওয়ার্ডে ছৈয়দ আলম, ৮নং ওয়ার্ডে ফয়েজুর রহমান, ৯নং ওয়ার্ডে নজির আহমেদ মেম্বার এবং
১, ২, ৩নং ওয়ার্ডে মাহফুজা আকতার, ৪, ৫, ৬নং ওয়ার্ডে হাফেজা খাতুন ও ৭, ৮, ৯নং ওয়ার্ডে হোসনে আরা সংরক্ষিত আসনের মেম্বার নির্বাচিত হয়েছেন।