খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন গতকাল ২৫ ডিসেম্বর গির্জায় প্রার্থনা আর নানা আনুষ্ঠানিকতায় পালিত হয়। এতে ধর্মবর্ণনির্বিশেষে সকলে একে অপরের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।সামপ্রদায়িক সমপ্রীতি আরো দৃঢ় করতে সবার প্রতি আহবান জানিয়েছেন সাবেক মেয়র এম মনজুর আলম। বড়দিন উপলক্ষে তিনি পাহাড়তলী মাদার তেরেসা চেরিটেবল জ্যোতিনিবাস মিশনারি হসপিটালে খ্রিস্টানধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং রোগীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।শুভেচ্ছা বিনিময়কালে মনজুর আলম বলেন, আমাদের দেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ। আর এই সম্পর্ক আমাদের আরো দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ করতে সকল ধর্মের মানুষের থাকতে হবে তার নিজ নিজ ধর্মসহ অন্য ধর্মের প্রতি ও শ্রদ্ধাবোধ।এ সময় উপস্থিত ছিলেন, এস এম এলিনেট, এস এম এডিউনা, এস এম মিস্টেকা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











