অসহায় পরিবারের পাশে বিত্তবানদের দাঁড়াতে হবে

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমপি নদভী

| শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে সাতকানিয়া পৌরসভা এলাকার পাঁচশত গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, সাতকানিয়া পৌরমেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র, সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, জসিম উদ্দিন, আবুল কালাম, খোকন নন্দী, সাইদুর রহমান দুলাল, আ.ন.ম সেলিম চৌধুরী, হারেজ মুহাম্মদ, মোহাম্মদ আনিছ, জাবেদ ইকবাল, মোহাম্মদ রাসেল, মুহাম্মদ আরফাত, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ ইদ্রিছ প্রমুখ।
বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন : বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর বহদ্দারহাটে সম্প্রতি গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যক্ষ এম সোলাইমান কাসেমীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেন, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতার কল্যাণে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছরও অন্যান্য বছরের ন্যায় সারা দেশে নিজস্ব প্রতিনিধিগণের মাধ্যমে শীত বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।
সন্ধানী চমেক ইউনিট : শীতনিদ্রাকে উষ্ণতায় ভরিয়ে দিতে ‘সিএমসি অন ফেসবুক’ এবং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের যৌথ উদ্যোগে সন্ধানীয়ানরা পৌঁছে গেছে উত্তরবঙ্গের কুড়িগ্রাম ও বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলে। গতকাল শুক্রবার বান্দরবানের লামায় রূপসী পাড়া ইউনিয়নের ১০০ পরিবারের এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী গ্রামের কালীগঞ্জ ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সন্ধানীর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্জয়, তিলক, রমিজ, রোমান, সাদ, হাসান, নাফিস প্রমুখ।
আবদুর রহমান-মেহেরাজ খাতুন ফাউন্ডেশন : বোয়ালখালীতে আলহাজ্ব আবদুর রহমান-মেহেরাজ খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ৩শত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় সারোয়াতলী ইউনিয়নে খিতাপচর এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল আলম বলেন, এই ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে গরীব অসহায়দের পাশে থেকে প্রত্যন্ত এলাকার মানুষকে সেবা দিয়ে আসছে। এলাকায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ, গরীব মেধাবী শিক্ষার্থীরা পাচ্ছে আর্থিক সহায়তা, বিবাহ অসমর্থের ও চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন, ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আকতার উদ্দিন মাহমুদ, ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন মাহমুদ, আহসানুল বারী, উপজেলা ছাত্রলীগ সা. সম্পাদক আরিফুল হাসান রুবেল, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক সেকান্দর আলম বাবর, ইয়াছিন চৌধুরী প্রমুখ।
চন্দনাইশে আল আমিন ট্রাস্ট : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশে আল আমিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া বুলার তালুক এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ.লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন স্বপ্নের তরী সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন। উদ্বোধক ছিলেন শিক্ষক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মো. সেলিম, সিরাজুল ইসলাম, কাউন্সিলর এম লোকমান হাকিম, যুবলীগ নেতা আবু তাহের, মামুনুর রশিদ, রুবেল উদ্দীন, হারুনুর রশিদ, বাহাউদ্দিন হৃদয় প্রমুখ।
বাঁশখালী যুব মহিলা-লীগ : বাঁশখালী প্রতিনিধি জানান, বিজয়ের সুর্বণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রোকসানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা রাওকাতুন নুর প্রিয়াতা। বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন বাঁশখালী পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী এডভোকেট তোফাইল বিন হোছাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, খানখানাবাদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম হায়দার, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন, মাহামুদুল ইসলাম, রশিদ আহমদ, রোজিয়া সুলতানা, ফারহানা বেগম, হিরা মনি, দেবী রুদ্র প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল
পরবর্তী নিবন্ধএক সপ্তাহের মধ্যে কাজ শেষ করার নির্দেশ মেয়রের