চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সুফিয়া কামাল হলের আয়োজনে ‘এসো সবাই মিলে পিঠা খাই, আনন্দ উৎসবে মন রাঙাই’ স্লোগানে পিঠা উৎসব, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত উৎসবের উদ্বোধন করেন। সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছা. ফারজানা রহমান জুথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন সুফিয়া কামাল হলের সহকারী প্রভোস্ট ড. মুহাম্মদ রাশিদুল হাসান। সাবিহা সামাদ ও সাবিহা ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষার্থী হুমায়রা বিনতে হারুন, সাবিহা সামাদ এবং তাইবা বুশরা। দুই পর্বে সাজানো অনুষ্ঠানের প্রথম পর্বে ‘১৯ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং ‘১৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পরে পিঠা উৎসবে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা নানা রকমের পিঠা-পুলি বানিয়ে স্টলে প্রদর্শন করেন। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












