হংকং বিশ্ববিদ্যালয় থেকে সরানো হল তিয়েনআনমেন স্কয়ারের ভাস্কর্য

| শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে গণহত্যাকা-ে নিহতদের স্মরণে হংকং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত ভাস্কর্য সরিয়ে ফেলা হয়েছে। খবর বিডিনিউজের।
বিবিসি জানায়, নির্মাণ শ্রমিকরা বুধবার রাতভর কাজ করে তামার তৈরি ৮ মিটার উচ্চতার ভাস্কর্যটি সরিয়ে ফেলে। কাজ চলার সময় বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা প্লাস্টিক শিট দিয়ে এলাকাটি ঘিরে রাখেন। সাংবাদিকরা সেখানে যেতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন এবং ভিডিও ফুটেজ নিতেও সাংবাদিকদের বাধা দেওয়ার চেষ্টা চলেছে। বুধবার রাতের অন্ধকারে সরিয়ে নেওয়া হয়েছে সেই ভাস্কর্য। তিয়ানআনমেন স্কয়ারে বেইজিংয়ের চালানো হত্যাযজ্ঞ নিয়ে হংকংয়ে যে কয়েকটি স্মারক অবশিষ্ট রয়েছে তার একটি ছিল এই শিল্পকর্ম।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় জানায়,পুরানো হয়ে যাওয়া ভাস্কর্যটি সরানোর সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সর্বোত্তম স্বার্থে বহিরাগত আইনি পরামর্শের ভিত্তিতে এবং ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছে। নড়বড়ে এই ভাস্কর্য কী বিপদ ডেকে আনে তা নিয়েও বিশ্ববিদ্যালয় উদ্বিগ্ন। সরিয়ে ফেলা ভাস্কর্যটি সংরক্ষণাগারে রাখা হবে বলে জানিয়েছে হংকং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভাস্কর্যশিল্পী গ্যালশিওট ভাস্কর্য অপসারণকে ‘সত্যিকারের নৃশংস’ ঘটনা বলে অভিহিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপাঞ্জাবে আদালত ভবনে বিস্ফোরণে নিহত ১
পরবর্তী নিবন্ধরাশিয়ায় করোনাভাইরাসে মৃত্যু ৬ লাখ ছাড়াল