চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে ৪৮.৯৬ কোটি টাকা। মোট ১৪,৩০০টি লেনদেনের মাধ্যমে মোট ১.২৬ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩৮.৩২ পয়েন্ট কমে দাঁড়ায় ১৯,৫২৯.৬৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৩.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪,৬৩.৭৮-তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৯.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২,০৬.৩২ পয়েন্টে। সিএসইএসমেঙ ইনডেক্স ১৩.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৬৩.০৩ পয়েন্টে। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৭,৪৯৫.৬৬ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৫,৭৭৭.৯৬ কোটি টাকায়। সিএসইতে ৩৬৭ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৯৭টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টির। প্রেস বিজ্ঞপ্তি।