ঢাকার প্রেক্ষাগৃহে ‘দ্য ম্যাট্রিক্স’ নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া

| শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

সর্বশেষ ১৯৯৯ সালে বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স’ মুক্তি পেয়েছিল। এবার প্রায় দুই দশক পর পর্দায় ফিরছে হলিউডের জনপ্রিয় এই সিরিজের নতুন সিনেমা। খবর বাংলানিউজের। সিনেমাটি বেশ কিছু চমক নিয়ে হাজির হচ্ছে। আর অন্যতম একটি চমক বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রথমবারের মতো এই সিরিজটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ২২ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘দ্য ম্যাট্রিক্স’ সিরিজের চতুর্থ সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’। বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখতে পাবেন বড় পর্দায়। আজ শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে বহুল কাঙিক্ষত এ সিনেমা। সিরিজের প্রথম সিনেমাটি মুক্তির পরপরই ব্যাপক সাড়া পায়। সে সময়ে এটি বক্স অফিস থেকে ৪৬৫ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল। এরপর ২০০৩ সালে মুক্তি পায় এই সিরিজের পরের দু’টি সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’ এবং ‘দ্য ম্যাট্রিক্স রেভ্যুলেশন্স’। এই দু’টি সিনেমা বক্স অফিস থেকে যথাক্রমে ৭৩৯ দশমিক ৪ মিলিয়ন ও ৪২৭ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’কে সিরিজটির শেষ বলে ধারণা করেছিলেন ভক্তরা। তবে ভক্তদের চমকে দিয়ে আবারও পর্দায় আসছে ‘ম্যাট্রিক্স’।

পূর্ববর্তী নিবন্ধ‘গেম চেঞ্জিং’ তারকাদের তালিকায় বাঁধন
পরবর্তী নিবন্ধহাটহাজারীর সরকারি পরিবারে ভলিবল টুর্নামেন্ট শুরু