এবং আল্লাহকে ভয় করো, যাঁর নাম যাঞ্জা করো, আর আত্মীয়তার প্রতি সজাগ দৃষ্টি রাখো, নিশ্চয় আল্লাহ্্ সব সময় তোমাদেরকে দেখছেন।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:০১) সূরা নিসা।
সত্যবাদী মুমিন ব্যবসায়ীগণ নবী, সিদ্দীক ও শহীদগণের সঙ্গে থাকিবে।
– আল-হাদিস (বোখারী)।
নিয়মানুবর্তিতা আরো দশটা কাজ বেশি পথ দেখিয়ে দেয়।
– অস্কার ওয়াইল্ড।