ইউপি নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের থানচি উপজেলায় তিনদিন এবং রোয়াংছড়ি উপজেলায় দুইদিন পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থধাপের ইউপি নির্বাচনে বান্দরবানের থানচি এবং রোয়াংছড়িতে ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত তিনদিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।
প্রশাসন ও পর্যটন ব্যবসায়ীরা জানান, জেলার থানচি উপজেলা দর্শণীয় স্থান নাফাকুম, রেমাক্রী, বড়পাথর, তমাতুঙ্গী, বাকলাই ঝর্ণা, আন্ধারমানিক, অমিয়কুম এবং রোয়াংছড়ি উপজেলায় দেবতাকুম, শীলবান্ধা ঝর্ণাসহ অসংখ্য পর্যটন স্পট রয়েছে। আগামী ২৫ ডিসেম্বর খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের ছুটিতে ভ্রমণের জন্য ইতিমধ্যে দুটি উপজেলায় আবাসিক হোটেল, রিসোর্ট এবং সরকারি বেসরকারি রেস্টহাউজগুলোতে বুকিং রয়েছে পর্যটকদের। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছে ভ্রমণকারী পর্যটক এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অনেকে বাধ্য হয়ে বুকিং বাতিল করছেন। কেউ কেউ বুকিংয়ের টাকাও ফেরত দিচ্ছেন। নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, শুধুমাত্র ইউপি নির্বাচনের জন্য ২৪, ২৫, ২৬ ডিসেম্বর থানচি উপজেলা এবং ২৫ ও ২৬ ডিসেম্বর রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সহিংসতা, অপ্রীতিকর ঘটনা এড়াতে বহিরাগতদের প্রবেশ বন্ধে ২৪ ডিসেম্বর ভোর থেকে ২৬ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।