মীরসরাইয়ে শুরু হল মুক্তিযুদ্ধের বিজয় মেলা

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

‘মুক্তিযুদ্ধের বিজয়, বীর বাঙালির অহংকার’ এই শ্লোগানকে ধারণ করে বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে মীরসরাইয়ের জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বুধবার থেকে শুরু হলো ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। মুক্তিযোদ্ধা সংসদ মীরসরাই উপজেলা কমান্ডের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, মীরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান অতিথি ছিলেন এমপি পুত্র মাহবুব রহমান রুহেল। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর ভূইঞা, জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান মাষ্টার রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ প্রমুখ।
বিজয় মেলা কমিটির প্রধান সমন্বয়ক রেজাউল করিম মাষ্টার বলেন, ১০দিন ব্যাপী বিজয় মেলায় প্রতিদিন থাকবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ভার্সিটিতে ভর্তি মেলা শুরু
পরবর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারের সঙ্গে ডিডিআরসির মতবিনিময়