বোয়ালখালীতে ৪শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জ্যৈষ্ঠপুরা শৈলেন্দ্র-রানুপ্রভা ফাউন্ডেশন। গত ২০ ডিসেম্বর এ সহায়তা প্রদানের মাধ্যমে যাত্রা শুরু করে ফাউন্ডেশনটি। কর্মসূচি উদ্বোধন করেন সংঘনায়ক বনশ্রী মহাথের। সভাপতিত্ব বিপস্সী মহাথের। নিশুতোষ বড়ুয়া ও ঝুমা বড়ুয়ার উদ্যোগে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রাণতোষ বড়ুয়া। প্রদীপ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, অধ্যক্ষ সংঘানন্দ থের, স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, সুজন বড়ুয়া বাবু ও মোহাম্মদ মনসুর। প্রেস বিজ্ঞপ্তি।