তিন লাখ টাকা এবং হিরার গহনা নিয়েও বিয়েতে রাজি হননি পাত্র ও তার পরিবারের সদস্যরা। যৌতুক হিসেবে চেয়েছিলেন আরও সাত লাখ টাকা। খবর বাংলানিউজের।
এতে রেগে গিয়ে ওই বরকে বিয়ের আসরেই গণধোলাই দেন পাত্রীর পরিবারের সদস্যরা। ওই ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। টাইমস নাউ নিউজ ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের শাহিবাবাদ এলাকার। তবে ওই বরের পরিচয় প্রকাশ করা হয়নি।
ভিডিওতে দেখা যায়, ভীতসন্ত্রস্ত পাত্রকে জড়িয়ে ধরে রেখেছেন একজন নারী। সম্ভবত তিনি পাত্রের কোনো আত্মীয়।












