প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কেন্দ্র ও ভারুয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের একটি উপ-কেন্দ্রের নির্বাচনী ফলাফল বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলাফল বাতিল করে এই দুই কেন্দ্রে পুনঃনির্বাচনের আদেশ দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই দুই ওয়ার্ডে পুনঃনির্বাচন হবে আগামী ৩০ ডিসেম্বর। জেলা নির্বাচন কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তথ্য মতে, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ঝিলংজা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ভোটের পরদিন প্রিসাইডিং কর্মকর্তার কক্ষের পেছন থেকে মোরগ মার্কায় সিল মারা ৩৪ টি ব্যালেট পেপার উদ্ধার করেন স্থানীয়রা। কিন্তু বিজয়ী প্রার্থী আবদুর রশিদ মাত্র ১৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এই নিয়ে নির্বাচন কমিশনে মামলা করেছিলেন মোরগ মার্কার প্রার্থী আবদুল মান্নান ভুট্টো।
অন্যদিকে ভারুয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একটি উপ-কেন্দ্রে ছিনতাই হয়েছিল একটি ব্যালেট বাক্স। ভোটের একদিন পর ধানক্ষেত থেকে ব্যালেট বাক্সটি উদ্ধার করা হয়েছিল। কিন্তু ফলাফলে নির্বাচিত ঘোষিত মোরগ মার্কার প্রার্থী লুৎফুর রহমান পান ৩৫৬ ভোট এবং প্রতিদ্বন্দ্বী আপেল মার্কার প্রার্থী ফজলুল হক পেয়েছেন ৩৪২ ভোট। ভোটের ব্যবধান ছিলো মাত্র ১৪ ভোট।
সদর উপজেলা নির্বাচন কর্মকতা শিমুল বিশ্বাস জানিয়েছেন, সদরের এই দুই কেন্দ্রে গোলযোগের অভিযোগ আমলে নিয়ে নির্বাচন কমিশন এই দুই ওয়ার্ডে পুনঃনির্বাচনের আদেশ দিয়েছেন। সে মোতাবেক আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন ধার্য্য করা হয়েছে। বিধি মতে, শুধু সাধারণ মেম্বার পদ নয়, একই সাথে চেয়ারম্যান ও মহিলা সদস্য পদেও পুনঃভোট হবে।