মহানগর আওয়ামী লীগের ৪নং চান্দগাঁও ওয়ার্ডের গ ইউনিটের সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে গোপন ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে খাজা রোডস্থ রাবেয়া বশর ইনস্টিটিউট প্রাঙ্গণে চান্দগাঁও ওয়ার্ডের গ ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে মো. ইদ্রিস লেদু সভাপতি, হাসান খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নোমান আল মাহমুদ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতিসত্তার একটি বিপজ্জনক ট্রাজেডি। এই ঘটনার পর আবার এদেশে পাকিস্তান কায়েম হয়েছিল। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পুনরুদ্ধার করেছেন। উন্নয়ন ও অগ্রগতির চূড়ায় পৌঁছেছে। তিনি আরো বলেন, আমরা যেন আত্মঘাতী না হই, আত্ম সমালোচনা থাকবেই, এই আত্ম সমালোচনা থেকে আমরা নিজেরা শুদ্ধ হবো। দেশীয় আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র তৃণমূল স্তরের নেতৃত্বকে সাথে নিয়ে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। গ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. ইদ্রিস লেদুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল আজিম নুরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড.আইয়ুব খান, নিজাম উদ্দিন নিঝু, সাইফুদ্দিন খালেদ সাইফু।











