দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

পটিয়ার কাশিয়াইশ

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কাইছের কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে নৌকার চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেমের একটি প্রাইভেটকার ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয় এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছের কর্মীদের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও আরেকটি মোটরসাইকেল ভাঙচুর চালানো হয়।
হামলার ঘটনায় আহতরা হলেন দুলাল মজুমদার (৩০), উজ্জ্বল সেন (২৩), সাব্বির হোসেন লুমন (২৬), তপন দাশ (৩৫) ও মোহাম্মদ রাসেল (২৮)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ সময় কয়েকজন পুলিশ ঘটনাস্থলে গেলে ব্যাপক ইটপাটকেল ছুঁড়ার কারণে তাদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে হয়। পরে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, থানার ওসি রেজাউল করিম মজুমদার, ওসি (তদন্ত) রাশেদুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষকে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম জানান, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা মোহাম্মদ কাইছের নেতৃত্বে আমার নির্বাচনী অফিসে হামলা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. কাইছ জানান, নৌকার প্রার্থী প্রভাব খাটিয়ে আমাদের কর্মী রাসেলকে মারধর করে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও আরেকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। হামলার সময় আমি খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমার উপরও ইটপাটকেল ছুঁড়ে। আমি প্রাণে রক্ষা পেতে একটি ঘরে অবস্থান করলে তারা আমাকে অবরুদ্ধ করে রাখে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনাসিমন ভবনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
পরবর্তী নিবন্ধবিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে উৎসাহিত করা সমীচীন নয়