নিউজিল্যান্ডে বাংলাদেশ দল করোনামুক্ত

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

গত ৮ ডিসেম্বর রাতে নিউজিল্যান্ড যাওয়ার পর থেকে বলতে গেলে এক রকম ঘর বন্দী বাংলাদেশ ক্রিকেট দল। মাঝখানে অনুশীলনের সুযোগ পেলেও সেটাও বাতিল করা হয়। কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়ে ২১ ডিসেম্বর পর্যন্ত। শেষ পর্যন্ত মুক্ত হলো বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে সবশেষ করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে বাংলাদেশ দলের সবার। ফলে কোয়ারেন্টিন পর্ব শেষে অনুশীলনে ফেরার পথ খুলে গেছে টাইগারদের। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশ দলের ‘টিম ডিরেক্টর’ খালেদ মাহমুদ জানিয়েছেন আজ মঙ্গলবার থেকে অনুশীলন করতে পারবেন তারা। গত রোববার চতুর্থ দফা কোভিড পরীক্ষা করানো হয় দলের সবার। গতকাল সকালে আসে ফলাফল। আর সে পরীক্ষায় সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আজ মঙ্গলবার বের হতে পারবে এবং অনুশীলনে যেতে পারবে। আজ সকাল সোয়া ১০টা থেকে দলের অনুশীলন শুরু হবে লিঙ্কন বিশ্ববিদ্যালয় মাঠে। যেখানে ক্রিকেটাররা জিমের সুযোগটাও পাবে। নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইন পর্ব বেশ কঠোর। তবে নেগেটিভ হয়ে এই পর্ব শেষ করা গেলে স্বাভাবিকভাবেই সব করা যায়। তখন কোনো বিধি নিষেধ থাকে না। এখন স্বাভাবিক জীবনে ফিরে গেলে ক্রিকেটারদের প্রস্তুতি ভালো হবে। খালেদ মাহমুদ বলেন অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব। ট্র্রেনিং করতে পারব। সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য। ভালো একটি সিরিজ খেলতে মুখিয়ে আছে ক্রিকেটাররা।

পূর্ববর্তী নিবন্ধবনফুল ২য় বিভাগ ফুটবল লিগ আজ শুরু
পরবর্তী নিবন্ধপ্রেস ক্লাব ক্রীড়ায় ব্যাডমিন্টনে দেবাশীষ ও রিটনের ডাবল ক্রাউন