ন্যাশনাল বিডি-স্টিম প্রতিযোগিতায় চুয়েটের সাফল্য

| মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ‘চুয়েট চেকমেট-১৯’ নামে একটি দল ‘ন্যাশনাল বিডি-স্টিম প্রতিযোগিতা-২০২১’ এ দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়েছে। এটি আয়োজন করেছে বাংলাদেশ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথেম্যাটিকস (এসটিইএম) ফাউন্ডেশন। বিজয়ী দলের সদস্যরা হলেন ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী তানযীম তাহমীদ রেজা ও তাইয়্যিবা বুশরা, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী জোহায়ের মাহতাব এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী কাশফি উদ্দিন। গতকাল সোমবার বিকেলে এ উপলক্ষ্যে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে তার কার্যালয়ে বিজয়ী দল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দলের সুপারভাইজার ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে চুয়েট ভিসি বিজয় দলের সদস্যদের ও সুপারভাইজারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একইসাথে ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে চুয়েটের ভাবমূর্তি ও সম্মানকে তুলে ধরার আহবান জানান। প্রসঙ্গত, গত রোববার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। পুরষ্কার হিসেবে দলটি সনদপত্রের পাশাপাশি ৭৫ হাজার টাকা পেয়েছে। এবারের প্রতিযোগিতায় দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৩৮টি দল অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকফিল উদ্দিনের নামে বাকলিয়া ডিসি সড়কের নামকরণের দাবি
পরবর্তী নিবন্ধসোনালী ব্যাংকের কালুরঘাট শাখার কার্যক্রম নতুন ভবনে শুরু