যুক্তরাজ্য থেকে আগত ভ্রমণকারীদের জন্য সোমবার মধ্যরাত থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করছে জার্মানি। এ নিয়মে জার্মানিতে ঢুকতে হলে ভ্রমণকারীদেরকে দু’সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। সেইসঙ্গে দেখাতে হবে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ। খবর বিডিনিউজের। গতকাল শনিবার জার্মানির সংক্রামক রোগ বিষয়ক রবার্ট কখ ইনস্টিটিউট একথা জানিয়েছে। যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটিকে ‘ভাইরাস-ভ্যারিয়েন্ট’ শ্রেনীভুক্ত করেছে জার্মানি। শনিবার এক বৈঠকে জার্মানির বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীরা যুক্তরাজ্যকে ‘ভাইরাস-ভ্যারিয়েন্ট এলাকা’ হিসাবে চিহ্নিত করা এবং সব ভ্রমণকারীর জন্য অর্থাৎ, যারা টিকা নিয়েছেন তাদের জন্যও দুই সপ্তাহের কোয়ারেন্টিনের নিয়ম চালু করতে বার্লিন সরকারকে আহ্বান জানান।