চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গত রবিবার মোট লেনদেন হয়েছে ৫৫.০৪ কোটি টাকা। ৩২,৭৬১ টি লেনদেনের মাধ্যমে মোট ২.৩৯ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৩৬.২৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৯,৭৩৮.৮৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৩১.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪,৭৯.১৮ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ২৫.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২,২৮.৯৯ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ২৫.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৫৮.৩৮ পয়েন্টে। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭২,৭০৩.১৩ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৫,৬৯৭.৯৬ কোটি টাকায়।
সিএসইতে ৩৬৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৩ টির, কমেছে ২০৪ টির আর অপরিবর্তিত রয়েছে ১৮ টির। প্রেস বিজ্ঞপ্তি।