প্রথম বিভাগ কাবাডি লিগে ২য় পর্বের খেলার ফলাফল

| সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

মুজিববর্ষ সিজেকেএস প্রথম বিভাগ কাবাডি লিগের ২য় পর্বে গতকাল রোববার ৮টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এসব খেলায় উল্লাস ক্লাব ১৮-১৫ পয়েন্টে মাদারবাড়ী মু্‌ক্তকন্ঠকে, বাকলিয়া একাদশ ৬১-৩৯ পয়েন্টে
সাউথ এন্ড ক্লাবকে, চ.ব.ক. ক্রীড়া সমিতি (সাদা) ৬৫-০৫ পয়েন্টে ইয়ং স্টার ব্লুজকে, সেবা নিকেতন ৪৬-১৭ পয়েন্টে শতদল জুনিয়রকে, মাদারবাড়ী মু্‌ক্তকন্ঠ ৩২-২১ পয়েন্টে কল্লোল সংঘকে, কল্লোল সংঘ গ্রীন ৫১-৪১ পয়েন্টে সাউথ এন্ড ক্লাবকে, চ.ব.ক. ক্রীড়া সমিতি (সাদা) ২৩-২২ পয়েন্টে নবীন মেলাকে এবং চট্টগ্রাম আবাহনী লি: ৫৫-০৮ পয়েন্টে শতদল জুনিয়রকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধকথকের ‘মুচিরাম গুড়’
পরবর্তী নিবন্ধউদীয়মান এবং সিইউএফএল একাডেমি জয়ী