চট্টগ্রামের বাঁশখালী পৌরভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ সোমবার চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র বাছাই করা হবে। এখন পর্যন্ত কোন প্রতীক না পেলেও চলছে প্রচারণা। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুয়ায়ী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ছিল ১৫ ডিসেম্বর, মনোনয়ন পত্র বাছাই ২০ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ২৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এবার মেয়র পদে ২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ ও সাধারণ কাউন্সিলর পদে ৪৮ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
কাউন্সিলর পদে আপন দুই ভাইয়ের মনোনয়ন পত্র জমা : এদিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আপন দুই ভাই। তারা হলেন বর্তমান কাউন্সিলর আজগর হোসেন ও তার আপন ছোট ভাই উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা আক্তার হোছাইন। কোন কারণে একজনের মনোনয়ন বাতিল কিংবা সমস্যা হলে অপর ভাই যাতে নির্বাচনে অংশ নিতে পারে এজন্য এই পদক্ষেপ বলে জানা যায়। এই ওয়ার্ডে ৫ জন প্রার্থী রয়েছে।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম।
মুহাম্মদ ফয়সাল আলম বলেন, বাঁশখালী পৌরসভার নির্বাচন ইভিএময়ের মাধ্যমে হবে। নির্বাচনে মোট ভোটার ২৬ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৯৪ জন এবং মহিলা ১২ হাজার ৮৮৬ জন। এ বছর ৯টি ওয়ার্ডে ১১ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।