চট্টগ্রাম প্রেস ক্লাব সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দাবা ইভেন্টের ৫০ উর্ধ্ব বিভাগে আবিদ হোসেন চ্যাম্পিয়ন ও সাইফুদ্দিন খালেদ রানার আপ হয়েছেন। অনূর্ধ্ব-৫০ বিভাগে রুবেল খান চ্যাম্পিয়ন ও সুমন ঘোষ রানার আপ হন। প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনা করেন সিজেকেএস দাবা কমিটির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সাচ্চু। এছাড়াও একই দিনে রাইফেল ক্লাবে ব্যাডমিন্টনের বিভিন্ন ইভেন্টের খেলা সম্পন্ন হয়েছে। এতে ৫০ উর্ধ্ব এককে দেবাশীষ বড়ুয়া দেবু ফাইনালে উঠেছেন। তিনি সেমিফাইনালে ইউসুফ সবুরকে পরাজিত করেন। এর আগে দেবাশীষ সরাসরি সেটে দেবপ্রসাদ দাস দেবু এবং ইউসুফ সবুর প্রতিপক্ষকে হারিয়ে দেন। গ্রুপের অপর এক ম্যাচে দেবপ্রসাদ দাস দেবু হারান বাবুল চৌধুরীকে। এই ইভেন্টের অপর ২টি ম্যাচে মোজাহিদুল ইসলাম, এ জেড এম জাফর হায়দার ও কামাল উদ্দিন খোকন প্রতিপক্ষকে হারান। এছাড়াও পুরুষ এককে শরীফুল হক চৌধুরী অনুপম শীল এবং শাহনেওয়াজ রিটন, এস এম সরোয়ারুল ইসলাম ও রবি শংকর চৌধুরী প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। আজ সকাল ১০ টায় এ ইভেন্টের ২টি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। এছাড়াও ৫০ উর্ধ্ব এককের সেমিফাইনাল ও ফাইনাল এবং মাস্টার্স ইভেন্টের খেলা ফিকশ্চার অনুযায়ী অনুষ্ঠিত হবে। ব্যাডমিন্টন খেলা পরিচালনা করেন প্রেস ক্লাব ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু ও ক্লাবের স্থায়ী সদস্য শাহনেওয়াজ রিটন। প্রেস বিজ্ঞপ্তি।











