পটিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

পটিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে উত্তর গোবিন্দার খিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বঙ্গবন্ধু ফাইটার্স ৩-০ গোলে বঙ্গবন্ধু রেইনজার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার জিতেন বিজয়ী দলের মো. নাঈম। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শফিকুল ইসলাম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। এর পূর্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন ব্যাংকার মোরশেদুল আলম চৌধুরী। এতে সংবর্ধিত অতিথি ছিলেন পৌর কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক শফিউল আজম, সাকের হোসেন, সাংবাদিক তাপস দে আকাশ, ওহিদুল আজিম রাশেদ, মো. নুরুল ইসলাম, মো. আলম, মো. সিরাজ-উ-দৌল্লা।

পূর্ববর্তী নিবন্ধভেটারেন ফুটবল টুর্নামেন্টে এন্ট্রি আহবান
পরবর্তী নিবন্ধপ্রেস ক্লাব সাইফ পাওয়ারটেক ক্রীড়ার দাবায় আবিদ ও রুবেল চ্যাম্পিয়ন