শারীরিক অসুস্থতার কারণে ‘কাগজের বউ’ ওয়েব চলচ্চিত্রে চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনয় করতে না পারায় তার জায়গায় চিত্রনায়িকা পরীমনিকে চূড়ান্ত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। খবর বিডিনিউজের। পরীমনিকে নিয়ে শুক্রবার রাজধানীর আশেপাশে বিভিন্ন লোকশনে চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু করেছেন বলে জানান নির্মাতা। চয়নিকা বলেন, শুটিংয়ের শিডিউল আগে থেকেই চূড়ান্ত ছিল। আমি মনে করি, ভাগ্য ভালো বলে শেষ মুহূর্তে পরীমনিকে আমরা পেয়েছি। হাসপাতাল থেকে ফিরেই শুটিংয়ে যোগ দিয়েছে পরীমনি। ‘কাগজের বউ’ চলচ্চিত্রে পরীমনি ছাড়াও চিত্রনায়ক ইমন ও ডি এ তায়েব, আবুল হায়াত, দিলারা জামানসহ আরও অনেকে অভিনয় করছেন। নভেম্বরে শুরুতে মাহিকে এ চলচ্চিত্রের ঘোষণা দেন চয়নিকা, প্রথমে সিনেমার নাম ‘অহংকারী বউ’ থাকরেও পরে তা পরিবর্তন করা হয়। পরে ইমন ও ডি এ তায়েবকে যুক্ত করা হয়। এর মাঝে ওমরাহ শেষে সৌদি আরব থেকে ফিরে বুধবার এক ফেইসবুক পোস্টে মাহি জানান, শারীরিক অসুস্থতার’ কারণে তিনি সিনেমাটি করতে পারছেন না।












