চিটাগং সিনিয়রস ক্লাব : চিটাগং সিনিয়রস ক্লাব লিমিটেডের পক্ষ থেকে গত ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ক্লাব প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলাউদ্দিন, কমিটি মেম্বার মো. জাহিদুল ইসলাম (মিরাজ), ওয়ালিউল আবেদীন সাকিল, মাশফিক-উল-হাসান এবং ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা)। উপস্থিত ছিলেন গোপাল কৃষ্ণ লালা, ডা. ভাগ্যধন বড়ুয়া, তিলক কুমার মল্লিক এবং ক্লাবের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, মহান বিজয় দিবসে ত্রিশ লক্ষ মানুষের রক্ত এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিমেয়ে অর্জিত এই স্বাধীনতা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মদের এই বিজয় দিবস স্মরণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সিভাসু : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবসের আলোচনা সভায় কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেছেন, বিগত ৫০ বছরে বাংলাদেশের যে অগ্রগতি ও উন্নয়ন সাধিত হয়েছে, সেটাকে টেকসই করার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। গত শুক্রবার সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান এবং মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন। প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, প্রফেসর ড. আশুতোষ দাশ, খলিলুর রহমান এবং মহিন উদ্দিন।
বিএইচবিএফসি : বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর সদর দফতরস্থ বঙ্গবন্ধু প্যাভিলিয়নে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এতে নেতৃত্ব দেন। বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, কর্পোরেশনের চট্টগ্রাম জোনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শহরটির কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধে জীবন দানকারী শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থপনা পরিচালক জাতীয় প্যারেড গ্রাউন্ডে সরকার আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করায় কর্পোরেশনের পক্ষে জাতীয় স্মৃতিসৌধ এবং ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে তাঁর পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও মহাব্যবস্থাপক প্রলয় কুমার ভট্টাচার্য। অপরাহ্নে ব্যবস্থপনা পরিচালক জাতীয় সংসদ ভবন এলাকায় এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সরকার আয়োজিত এদিনের বিশেষ শপথ গ্রহণ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন। অন্যান্য কর্মসূচিতে ছিল শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
ন্যাশনাল কনস্ট্রাকশন এন্ড উড লেবার ফেডারেশন : বিজয় দিবসে ন্যাশনাল কনস্ট্রাকশন এন্ড উড লেবার ফেডারেশনের বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফেরদৌস জামান মুকুলের সভাপতিত্বে ও সাইফুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্মাণ শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি জাতীয় নির্মাণ শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আনোয়ার হোসেন, বঙ্গবীর বড়ুয়া, ফরিদ উদ্দিন, নুরুল আলম।
নাসিরাবাদ ওয়ার্ড আ. লীগ : মহান বিজয় দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ নেতৃবৃন্দ। এ উপলক্ষে একে আলোচনা সভা ১৬ ডিসেম্বর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও মাবুদ সওদাগরের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আ. লীগ নেতা আলহাজ্ব মো. আলী আকবর। বক্তব্য রাখেন, মো. কোরবান আলী, মো. হারুন, মো. বেলাল, মো. সগীর, নটরাজ গুপ্ত, কৌশিক দেব বাপ্পি, মো. মনির, শের মোহাম্মদ, মো. আবু, মো, সাহাবুদ্দিন, মো. নাসির, মো. জিয়া, রানা শীল, বাবলু দে, মো. জামিল. মো. টিটু, মো. আজিজুল, লিটন দে, মো. সিরাজ, মো. ইকবাল, মো. মানিক, মো. ফরিদ প্রমুখ।
প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শহীদ মিনারে প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মাহফুজুর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আইডিইবির চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জয়দেব বৈদ্য, প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এস এম সেলিম, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রকৌশলী নুপুর চৌধুরী, প্রকৌশলী শুভাশীষ দাশ, প্রকৌশলী রবিউল হোসেন, প্রকৌশলী টিটু বড়ুয়া, প্রকৌশলী হানিফ হোসেন, প্রকৌশলী কাজল শীল, প্রকৌশলী শুভ্র চৌধুরী, প্রকৌশলী রমিজ উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি : স্বাধীনতার ৫০ বছর ও মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পটিয়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক নিবেদন করেন দুপ্রক পটিয়া উপজেলা সভাপতি আবুল খায়ের, পটিয়া পৌর কাউন্সিলর গোফরান রানা, দুপ্রক উপজেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদস্য সাংবাদিক আবদুর রাজ্জাক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












