বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ফেনীকে হারিয়ে এগিয়ে থাকল চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৮ ডিসেম্বর, ২০২১ at ৮:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম জেলা দল। রাঙ্গামাটি জেলা দলেল বিপক্ষে হোম এন্ড এওয়ে ম্যাচে জয় দিয়ে শুরু। এরপর কঙবাজার জেলা দলকে নিজেদের মাঠে গোল বন্যায় ভাসানোর পর তাদের মাঠে গিয়ে ড্র করে আসে। আর তাতে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জণ করে চট্টগ্রাম জেলা দল। এবার তৃতীয় রাউন্ডে ফেনী জেলা দলকে তাদের মাঠে হারিয়ে এসেছে চট্টগ্রাম জেলা দল। গতকাল শুক্রবার ফেনী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম জেলা দল স্বাগতিক ফেনী জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে। খেলার ৮৮ মিনিটে চট্টগ্রাম জেলা দলের পক্ষে জয় সুচক একমাত্র গোলটি করে ফাহিম সোহেল।
খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দলই। যদিও চট্টগ্রাম জেলা দল শুরু থেকেই বেশ ভালই খেলছিল। কিন্তু গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেছিল চট্টগ্রাম। কিন্তু প্রথমে গোলের বাঁশি বাজিয়েও পরে ফেনী জেলা দলের খেলোয়াড়দের চাপের মুখে রেফারী গোল বাতিল করে। তবে শেষ পর্যন্ত ৮৮ মিনিটে গোল করে দলকে জয় উপহার দেন ফাহিম সোহেল। টুর্নামেন্টে এখনো পর্যন্ত হারেনি চট্টগ্রাম জেলা দল। আগামী ২০ ডিসেম্বর ফিরতি ম্যাচ খেলতে চট্টগ্রামে আসবে ফেনী জেলা দল। সে ম্যাচে ন্যূনতম ড্র করলেও পরের রাউন্ড নিশ্চিত হবে চট্টগ্রাম জেলা দলের। টুর্নামেন্টে এ পর্যন্ত পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে চট্টগ্রাম জেলা দল। একটি ম্যাচ ড্র করেছে। এখন চট্টগ্রামের সামনে পরের ম্যাচে নিজেদের মাঠে ফেনী জেলা দলকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করার লক্ষ্য। আর সে লক্‌্যষ নিয়েই মাঠে নামবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেরা দলেল ম্যানেজার সালাউদ্দিন জাহেদ।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৯ সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা
পরবর্তী নিবন্ধরিজওয়ান নাম লেখালেন ইংলিশ ক্রিকেটে