আমবাগানে ছুরিকাঘাতে আহত ৩

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ ডিসেম্বর, ২০২১ at ৭:৩৮ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় ছুরিকাঘাতের শিকার হয়েছেন তিন যুবক। তারা হলেন টিটু চক্রবর্তী (২৩), বাবলু (২০) ও সুজন (২০)। বিজয় দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের র‌্যালি শেষে বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারিতে তারা ছুরিকাঘাতের শিকার হয়েছেন।
গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে জড়িত সন্দেহে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সাদিকুর রহমান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহত তিনজনকে নিয়ে এলে ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা আহত
পরবর্তী নিবন্ধবাস থেকে নামতে গিয়ে নারীর মৃত্যু